আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া চীনা আবিষ্কৃত সামাজিক যোগাযোগমাধ্যম টিকটককে ৪ হাজার কোটি টাকা জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের নিরাপত্তা সংক্রান্ত সুরক্ষা দেয়ার ক্ষেত্রে ব্যর্থতার দায়ে চীনা tiktok কোম্পানিকে চার হাজার কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে ইইউ এর নিয়ন্ত্রক বিষয়ক সংস্থা ডেটা প্রটেকশন কমিশন।
এ বিষয়ে আয়ারল্যান্ড ভিত্তিক ইইউর এ সংস্থাটি জানিয়েছে, দুই বছর ধরে তদন্ত করে তারা টিকটকের ব্যর্থতার বিষয়টি সামনে নিয়ে এসেছে। টিকটক নিয়ে ২০২১ সাালের সেপ্টেম্বরে তদন্ত শুরু করে ডেটা প্রটেকশন কমিশন (ডিপিসি)। টিকটক কর্তৃপক্ষ ১৮ বছরের কম বয়সীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং তা ব্যবহারের ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে কি না তদন্তে তা খতিয়ে দেখা হয়। এতেই টিকটক কম্পানির চরম গাফিলতি উঠে আসে, ফলে চীনা এ যোগাযোগ মাধ্যমটিকে কমপক্ষে ৩৪ কোটি ৫০ লাখ ইউরো অর্থ জরিমানা করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)