আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে মাহসা আমিনির মৃত্যুবার্ষিকীতে তার বাবা আমজাদ আমিনিকে আটক করেছে দেশটির পুলিশ প্রশাসন।
আজ শনিবার (১৬ সেপ্টম্বর) মাহসা আমিনির মৃত্যুবার্ষিকীর দিন তার বাবাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। খবর রয়টার্সের।
এর আগে ইরানের পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গত বছরের এই দিনে মারা যান মাহসা আমিনি। ইরানের ধর্মীয় নিয়ম মেনে হিজাব না পরায় তাকে প্রথমে গ্রেপ্তার করেছিল ইরানের নীতি পুলিশ। তার মৃত্যু পর দেশটিতে চরম সরকার বিরোধী বিক্ষোভের সূত্রপাত ঘটে যা কয়েক মাস পর্যন্ত স্থায়ী ছিল।
এদিকে মাহসা আমিনির মৃত্যুর বিষয়ে কুর্দিস্তান হিউম্যান রাইটস নেটওয়ার্ক জানিয়েছে, মুক্তি পাওয়ার আগে আমজাদ আমিনিকে তার মেয়ের মৃত্যুবার্ষিকী পালনের বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করা হয়েছিল দেশটির পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তবে অন্যদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ আমজাদ আমিনিকে গ্রেপ্তারের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে। কিন্তু আমিনির বাবা আমজাদকে সংক্ষিপ্তভাবে আটক বা সতর্ক করা হয়েছে কিনা সে বিষয়েও কিছু বলা হয়নি।