২৪শে জানুয়ারি, ২০২৫, ২৩শে রজব, ১৪৪৬

রুশ সেনাবাহিনী ও ইউক্রেন সেনাদের মধ্যে চলছে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: রুশ সেনাবাহিনী ও ইউক্রেন সেনাদের মধ্যে চলছে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। গত ২৪ ঘণ্টায় খেরসন, লভিভসহ বেশকিছু এলাকার মধ্যে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। খবর এপির।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) খেরসনে রাশিয়ার হামলায় ২ বেসামরিকসহ পুরো ইউক্রেন জুড়ে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া, লভিভে রাতভর অন্তত ১৮টি ড্রোন নিক্ষেপ করে রুশ সেনারা। সেখানকার স্থানীয় প্রশাসন জানিয়েছে, একের পর এক ড্রোন ছোঁড়া হয় শহরটিকে লক্ষ্য করে। এতে ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় দেশটির বেসামরিক স্থাপনা। আগুন ধরে যায় বিস্তীর্ণ এলাকায়গুলোতে। এছাড়াও রুশ বাহিনী ইজমাইল বন্দরকে টার্গেট করেও ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে।

এদিকে রাশিয়ার সবগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করছে কিয়েভ। দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে জানায়, সোমবার রাতে ইউক্রেন জুড়ে ৩০টি ‘শাহেদ ড্রোন’ ছোঁড়া হয়েছিলো, যার মধ্যে ২৭টি হামলাচেষ্টা নস্যাত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামলা প্রতিহতের পাশাপাশি পাল্টা হামলারও দাবি করেছে ইউক্রেন বাহিনীর। জেলেনস্কি বাহিনী আরো দাবি তারা দোনেৎস্কে রুশ সেনাদের তিনটি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত