১৮ই ফেব্রুয়ারি, ২০২৫, ১৮ই শাবান, ১৪৪৬

লিবিয়ায় ত্রাণ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত গ্ৰিক স্বেচ্ছাসেবীদের জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলো গ্রীস সরকার

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই গ্ৰিক সেনাসহ কমপক্ষে ৭ গ্ৰিক স্বেচ্ছাসেবী। গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী। এ ঘটনায় দেশটিতে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক। খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির।

গেল রোববার পূর্ব লিবিয়ায় ভয়াবহ ঐ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জনই গ্রিক মানবিক সহায়তা মিশনের সদস্য ছিলেন । এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। যাদের মাঝে সাতজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসকরা। আহতরা চিকিৎসাধীন রয়েছেন লিবিয়ার সরকারি হাসপাতালে।

এদিকে লিবিয়ার গণমাধ্যমে জানানো হয়, দুর্গত এলাকায় ত্রাণ সহযোগিতা নিয়ে যাচ্ছিলো একটি বাস। পথে সেটি দুর্ঘটনায় পড়লে হঠাৎ ছড়িয়ে পড়ে আগুন। তবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় দেরি হয় উদ্ধার কাজে। উত্তর আফ্রিকার দেশ লিবিয়াতে বর্তমানে কাজ করছেন কয়েক হাজার স্বেচ্ছাসেবী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত