আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পুরো বিশ্বকে রাশিয়ার নগ্ন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে দেয়া ভাষণে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর সিএনএনের।
এ সময় জো বাইডেন আরো বলেন, পুতিন ও তার সশস্ত্র বাহিনী মনে করছে, ইউক্রেনকে সমর্থন যুগিয়ে একসময় হয়তো ক্লান্ত হয়ে পড়বে বিশ্বের সবগুলো দেশ। এখন রুশ প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানো জাতিসংঘের সদস্য দেশগুলোর নৈতিক দায়িত্ব।
জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি ইঙ্গিত করে বাইডেন বলেন, ইউক্রেনের জনগণকে সবার সমর্থন দেয়া উচিত। একইসঙ্গে এই যুদ্ধের দায় শুধু রাশিয়াকেই নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।