আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: শস্য নিয়ে কূটনৈতিক বিরোধের জের ধরে ইউক্রেনকে আর অস্ত্র সরবরাহ না করার ঘোষণা দিয়েছে পোল্যান্ড সরকার।
এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরুর প্রথম দিন থেকেই কিয়েভকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে আসতে দেখা গিয়েছে পোল্যান্ডকে। শুধু তাই নয়, পোলেন্ড ইউক্রেনের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে পরিচিত। এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে কিয়েভের বিশ্বস্ত মিত্র দেশ হিসেবে পরিচিতি পায় পোল্যান্ড। এখন এবার সেই পোল্যান্ডের কাছ থেকেই প্রতিবেশী ইউক্রেনে আর অস্ত্র না পাঠানোর চুড়ান্ত সিদ্ধান্ত এলো।
এ বিষয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি গতকাল বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইউক্রেনকে আর অস্ত্র না দেওয়ার বিষয়ে তাঁর সরকারের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।
মূলত পোল্যান্ড তার কৃষকদের স্বার্থ রক্ষায় ইউক্রেন থেকে শস্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিলে ওয়ারশ ও কিয়েভের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়।