আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে সফরকারী নিউজিল্যান্ড দল।
ইনিংসের শুরুতেই টাইগার বোলারদের বিধ্বংসি বোলিংয়ে ১৬ রানের মধ্যেই টপ অর্ডারের দুটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড দল। শেষ খবর পাওয়া পর্যন্ত কিউদের সংগ্ৰহ ২ উইকেট হারিয়ে ২০ রান।
বহু নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় দলের মূল স্কোয়াডে জায়গা করে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর সাথে সুযোগ পেয়েছেন নূরুল হাসান,সৌম্য সরকার, এবং খাঁন সাহেব।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, হেনরি নিকোলস, চ্যাড বোয়েস, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি, কাইল জেমিসন ও কোল ম্যাককনচি, টম ব্লুন্ডেল, ও রাচিন।