
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সবার জন্য সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাঁচটি ক্ষেত্রে সহায়তা বাড়াতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘ সদর দফতরের সম্মেলন কক্ষে ‘ইউনিভার্সাল হেলথ কভারেজ’ বিষয়ক ইউএনজিএ উচ্চ-স্তরের বৈঠকে ভাষণে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ।
এ সময়ে ভাষণে প্রধানমন্ত্রী আরো বলেন, মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যের জন্য উন্নয়ন সহায়তা বজায় রাখতে হবে। একইসাথে অভিবাসীদের স্বাস্থ্য এবং জলবায়ু-স্বাস্থ্য চক্র মোকাবেলা করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। স্বাস্থ্যসেবা নিশ্চিতে শক্তিশালী স্বাস্থ্য বীমা স্কিম বিকাশে সহায়তা করার আহ্বান জানান তিনি।