আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য চলাকালীন সময়ে সদর দফতরের সামনেই চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে যুক্তরাষ্ট্রে বসবাসরত আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা।
এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমর্থনে জাতিসংঘ সদর দফতরের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঠিক ওই সময়ে বিরোধী দল বিএনপির নেতাকর্মীরা পাল্টা বিক্ষোভ করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ালে পাল্টাপাল্টি বোতল ছোড়াছুড়ি শুরু করে নেতাকর্মীরা।