আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় শনিবার রাত পৌনে ৯টার দিকে এক মসজিদের খতিব ও মাদরাসার শিক্ষক মাওলানা আমিনুল হক নোমানী (৪৫) কে তার নিজ বসতঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনার তথ্য নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ। স্থানীয়দের বরাতে জানা যায়, নিহত মাওলানা আমিনুল হক নোমানী ছিলেন ভোলা সদর উপজেলার জামে মসজিদের খতিব এবং ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস। তিনি এলাকার বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা এনামুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, হত্যার আগে দুদিন ধরে তিনি একাই বসতঘরে ছিলেন। শনিবার রাতে এশার নামাজের পর নিজ বাড়িতে ফিরে প্রবেশ করলে প্রতিবেশীরা তার চিৎকার শুনে দৌড়ে যান। তখন তার দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। উদ্ধার করে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইয়াসির হাসনাত জানিয়েছেন, মৃত্যুর আগে রোগীর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং রক্তক্ষরণ চলছিল।
থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।