আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আবু সাদিক কায়েমকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাতভর ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, কায়েম বিপুল ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খানকে পরাজিত করেছেন। ব্যবধান কয়েক হাজার ভোটের বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা প্রতিযোগিতায় টিকতে পারেননি। উমামা ফাতেমা ও শামীম হোসেনের ভোট তুলনামূলকভাবে কম থাকায় তারা শুরু থেকেই পিছিয়ে পড়েন।
ফলাফল ঘোষণার পরপরই কায়েমের সমর্থকরা বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দ মিছিল করেন। অন্যদিকে ছাত্রদল অভিযোগ করেছে, নির্বাচনে অনিয়ম ও কারচুপি হয়েছে। এ নিয়ে নির্বাচনোত্তর পরিবেশে উত্তেজনা তৈরি হয়েছে।
তবে বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনে ছাত্রসমাজের ভিন্নধর্মী অংশগ্রহণ নতুন নেতৃত্বের সূচনা করলো।