আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আসছে আগামী শতকের মধ্যে মানুষের সব ধরনের রোগ মোকাবিলা ও নিরাময় করতে চান জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান প্রতিষ্ঠাতা নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। জাকারবার্গ ও চ্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি বিশেষ বিবৃতিতে এমনটিই জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, জাকারবার্গ ও স্ত্রী চ্যান আগামী ২ হাজার ১০০ সালের মধ্যে মানুষের সব রোগ নিরাময় ও নির্মূলে সাহায্য করার জন্য তারা তাদের পরিকল্পনা ঘোষণা করেছেন। তাঁদের পরিকল্পনা হলো একটি কম্পিউটিং সিস্টেম তৈরি করা, যার মাধ্যমে গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কোষের ক্যাটালগ তৈরি করতে পারবেন এবং ধারণা করতে পারবেন যে একজন মানুষ অসুস্থ হলে এ কোষগুলো ঠিক কেমন কাজ করে। আর এ তথ্যটি যুগান্তকারী নতুন আবিষ্কার করতে ব্যবহার করা যেতে পারে, যা এই শতাব্দীর শেষ নাগাদ সমস্ত রোগ নিরাময়, প্রতিরোধ করতে সহায়তা করতে পারবে বলে তারা আশা করছেন।
এ বিষয়ে মার্ক জাকারবার্গ বলেন, বায়োমেডিসিনে নতুন সুযোগ তৈরি করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমাদের কোষগুলো কীভাবে কাজ করে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রশ্নগুলোর উত্তর পেতে সহায়তা করতে পারবে একটি উচ্চ কর্মক্ষমতা কম্পিউটিং ব্যবস্থা।
জাকারবার্গ ও চ্যান ফাউন্ডেশন জানিয়েছে, তারা স্বাস্থ্য ও রোগ নিয়ে গবেষণার জন্য গবেষকদের জেনারেটিভ এআই প্রযুক্তি দেওয়া হবে। এটি এমন এক ধরনের প্রযুক্তি যা কনটেন্ট এবং আইডিয়া তৈরি করতে পারে।
এ নিয়ে জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান বলেছেন, কীভাবে একটি রোগপ্রতিরোধী কোষ সংক্রমণের পর প্রতিক্রিয়া জানায় তার একটি ধারণা পাওয়া যাবে এআই মডেলগুলো ব্যবহার করার মাধ্যমে। একটি শিশু যখন বিরল রোগ নিয়ে জন্মগ্রহণ করে তখন এ কোষে কি ঘটে তাও এই প্রযুক্তির মাধ্যমে স্পষ্ট বোঝা যাবে। এমনকি রোগীর শরীর কীভাবে একটি নতুন ওষুধ প্রতিক্রিয়া করবে তাও এর মাধ্যমে গবেষকরা খুব সহজেই বুঝতে পারবেন বলে জানিয়েছেন প্রিসিলা চ্যান