আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট যেন এখন নাটকের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে, একদিকে চলছে অধিনায়ক সাকিব ও তামিমের চরম দন্দ নিয়ে মিটিং, আরেক দিকে চলছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ আরেক দিকে হাস্যকর ভাবে বার বার অধিনায়ক বদল, সব মিলিয়ে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে আগে ব্যাট করে মাত্র ৩৪ ওভারে ১৭১ রানেরই পেকেট।
এমন ভয়ংকর বাজে পারফরমেন্স নিয়ে বিশ্বকাপের মতো আসর খেলতে যাবে বাংলাদেশ দল।