আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গেল সোমবার কানাডায় ভারতীয় কূটনৈতিক মিশনের বাইরে শত শত কানাডিয়ান শিখ নাগরিকরা ভারত বিরোধী বিক্ষোভকারী সমাবেশ করেছে। এসময় বিক্ষোভকারীরা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পদদলিত করেছে এবং পতাকা পোড়ানোর ঠিক এক সপ্তাহ পরে অটোয়া বলেছে যে, একজন বিশিষ্ট শিখ কর্মীকে হত্যায় অবশূ নয়া দিল্লি জড়িত রয়েছে।
এদিকে কানাডায় শিখ হত্যার জের ধরে ভারতের সাথে কানাডার সম্পর্ক চরম অবনতির দিকে যাচ্ছে। এবং বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় শিখ সম্প্রদায়ে গুষ্টি এখন ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ শিখরা ভারত থেকে আলাদা হয়ে নিজেরাই একটা দেশ গঠন করতে চায়। এই মিশনে ভারতীয় শিক্ষা কতটুকু সফল হতে পারবে সেটা হয়তো সময়ই বলে দিবে।