আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর হলো ওয়ানডে বিশ্বকাপ আসর। ক্রিকেটের জনপ্রিয় জমজমাট এই আসরটি প্রতি চার বছর পর একবার অনুষ্ঠিত হয়।
সারা বিশ্বের মধ্যে ফুটবল বিশ্বকাপের পর সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি এক পয়সাও বাড়ায়নি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ওয়ানডে বিশ্বকাপের মতো এতবড় আসরে আইসিসির এমন কিপটেমি আচরণে চরম বিরক্ত ক্রিকেট সমর্থকরা। ক্রিকেটের জনপ্রিয়তার সাথে এই প্রাইজমানি খুবই লজ্জাজনক।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ১ কোটি মার্কিন ডলার। এবার ২০২৩ বিশ্বকাপেও থাকছে ঠিক একই প্রাইজমানি। চ্যাম্পিয়ন, রানার্স আপ দলের পুরস্কারসহ সব প্রাইজমানি থাকছে ঠিক ২০১৯ বিশ্বকাপের সমানই। দিনদিন সারা বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। অথচ আইসিসির বখিলী আচরণের পরিবর্তন এখন পর্যন্ত হয়নি।
এবার দেখে নেওয়া যাক ২০২৩ সালের বিশ্বকাপের প্রাইজমানির অংক…
চ্যাম্পিয়ন – ৪০ লাখ ডলার
রানার্স আপ – ২০ লাখ ডলার
সেমি-ফাইনালে পরাজিত দুই দল – ৮ লাখ ডলার
বাকি ৬ দল – ১ লাখ ডলার
গ্রুপ পর্বে প্রতি ম্যাচের জয়ী দল – ৪০ হাজার ডলার
আইসিসি টুর্নামেন্টের প্রাইজমানি সাধারণত কোনো বোর্ড নিজেরা রেখে দেয় না। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগাভাগি করে দেওয়াই রীতি…