আওয়ার টাইমস নিউজ
আন্তর্জাতিক ডেস্ক: তালেবান শাসিত আফগানিস্তানের মুদ্রা এখন চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বিশ্বের অন্যতম সেরা মুদ্রা হিসেবে বিশ্ববাজারে আবির্ভূত হয়েছে।
এই সময়ের মধ্যে দেশটির মুদ্রার দাম কমপক্ষে ৯ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চরম অর্থনীতি সংকটে পড়া দেশটির জন্য এটি অবিশ্বাস্য অর্জন বলেই মনে করছেন বিশ্ব মোড়লরা।
এর আগে ২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান সরকার। ফলে প্রায় দুই দশকের যুদ্ধ ও ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে। কিন্তু তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পরপরই আফগানিস্তানে নিজেদের কার্যক্রম গুটিয়ে নেয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো। এবং নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সমস্ত রিজার্ভের অর্থও আটকে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়ে তালেবান সরকার।
আন্তর্জাতিক বিভিন্ন চাপকে উপেক্ষা করে নিজেদের চেষ্টায় নতুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগান তালেবান সরকার। যা বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছে আফগান তালেবান শাসকরা।