আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: রাজধানীতে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দলের যৌথ বিক্ষোভ কর্মসূচি। জাতীয় নির্বাচনসহ কয়েকটি অভিন্ন দাবিকে সামনে রেখে এ কর্মসূচি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে।
তথ্য অনুযায়ী, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই সাতটি দল তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে আজ রাজধানীতে, আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরগুলোতে এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা ও উপজেলায় একযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
দলগুলোর ঘোষিত দাবিগুলো সামান্য ভিন্ন হলেও মূল দাবি প্রায় অভিন্ন। এর মধ্যে রয়েছে,
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও তার ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন।
জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালুর দাবি।
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা।
পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ করা জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার কার্যকর করা।
জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
কোথায় কোন দলের কর্মসূচি
ইসলামী আন্দোলন বাংলাদেশ: জোহরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল। নেতৃত্ব দেবেন জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
জামায়াতে ইসলামী: বিকেল সাড়ে চারটায় বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ ও মিছিল। বক্তব্য রাখবেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা।
বাংলাদেশ খেলাফত মজলিস: আসরের নামাজের পর একই মসজিদের উত্তর ফটকে মিছিল, নেতৃত্বে থাকবেন মাওলানা মামুনুল হক।
খেলাফত মজলিস: বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ। বক্তব্য দেবেন মহাসচিব আহমদ আবদুল কাদের।
বাংলাদেশ খেলাফত আন্দোলন: একই সময়ে ও স্থানে সমাবেশ।
নেজামে ইসলাম পার্টি: বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা): বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল।
আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন ইসলামী ও জাতীয়তাবাদী ধারার রাজনৈতিক দলগুলো আবারও একমঞ্চে নিজেদের দাবি তুলে ধরছে।