
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুগুলো ঘটে।
রাজধানীতে সর্বাধিক রোগী
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে রাজধানী ঢাকায় ২৪১ জন এবং ঢাকার বাইরে ৪০৬ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের হিসাব
২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত মোট ৪০ হাজার ৪৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৮ হাজার ২৫২ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। আর এ বছর মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬৭ জনে।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। অধ্যাপক ডা. আতিকুর রহমান জানান, “ডেঙ্গু এখন মৌসুমি নয়, বরং সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলেই এর প্রকোপ বেড়ে যায়। প্রতিরোধে শুধু ওষুধ ছিটানো নয়, জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”
অন্যদিকে কীটতত্ত্ববিদ ডা. মনজুর চৌধুরী বলেন, “মশা নিয়ন্ত্রণে কেবল জরিমানা ও জনসচেতনতা যথেষ্ট নয়। প্রয়োজন দক্ষ জনবল, সঠিক জরিপ এবং কার্যকর পদক্ষেপ।”
অতীতের রেকর্ড
২০২৩ সালে হাসপাতালে ভর্তি হয়েছিল সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।
২০২৪ সালে ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ২১১ জন।
২০২২ সালে সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন।
২০২১ সালে ভর্তি হয়েছিল ২৮ হাজার ৪২৯ জন।
২০২০ সালে মাত্র ১ হাজার ৪০৫ জন।
আর ২০১৯ সালে ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী।
বিশেষজ্ঞরা মনে করছেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে না আনতে পারলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই সরকার ও নাগরিক উভয়েরই সচেতনতা ও পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে।