আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ভারতের কলকাতা ও হাওড়ার পাইকারি বাজারে পৌঁছেছে প্রথম চালান ইলিশ। আন্তর্জাতিক মিডিয়া সূত্রে জানা গেছে, ভারতে খুচরা বাজারে কেজি প্রতি দাম ১,৫০০ থেকে ১,৮০০ রুপি।
বাংলাদেশ সরকার চলতি বছরে দুর্গাপূজার সময় বিশেষ অনুমতি দিয়ে মোট ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। শর্তসাপেক্ষে প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫০ মার্কিন ডলার (প্রায় ১,০৭৫ টাকা)।
ভারতীয় ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রপ্তানিকৃত ইলিশ ধাপে ধাপে কলকাতা ও পার্শ্ববর্তী জেলার বাজারে পৌঁছে যাচ্ছে। প্রথম দফায় ১০টি ট্রাকে ৫০ টন ইলিশ পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে।
কলকাতার পাইকারি বাজারে ইলিশ নিলামে উঠার পরে খুচরা বাজারে কেজি প্রতি ১,৫০০ থেকে ১,৮০০ রুপি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা বৃদ্ধি পেলে দাম আরও বাড়তে পারে।
বাংলাদেশের রপ্তানি নীতি অনুযায়ী, বিদেশে প্রথম ইলিশ রপ্তানির অনুমতি ২০১৯ সালে দেওয়া হয়। সেই বছর থেকে দুর্গাপূজার সময় বিশেষ অনুমতি নিয়ে ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে। চলতি বছরে ৩৭টি প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি প্রদান করা হয়েছে।
সূত্র: এনডিটিভি (NDTV)