
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও নেতৃত্বের ওপর আস্থা হ্রাস পাচ্ছে। সাম্প্রতিক গবেষণা ও আন্তর্জাতিক জরিপ অনুযায়ী, বিশেষ করে ইউরোপীয় দেশগুলোতে ট্রাম্পের নীতি নিয়ে নেতিবাচক মনোভাব ব্যাপকভাবে বেড়েছে।
পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে দেখা গেছে, ২৪টি দেশের মধ্যে ১৯টিতে ট্রাম্পের নীতি ও নেতৃত্বকে নেতিবাচকভাবে মূল্যায়ন করছে জনগণ। বিশেষ করে জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডে জনগণের প্রায় ৬৫% মনে করেন, ট্রাম্পের আন্তর্জাতিক নীতি তাদের দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, লিঙ্গ সমতা এবং শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত নীতিতে ট্রাম্পের অবস্থানই এই নেতিবাচক মনোভাবের মূল কারণ। এছাড়া, তার হঠাৎ নীতি পরিবর্তন ও প্রতিশ্রুতির প্রতি অমর্যাদা আন্তর্জাতিক আস্থাকে কমিয়ে দিচ্ছে।
ইউরোপের কূটনীতিকরা মনে করেন, ট্রাম্পের এই অবস্থান যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব এবং রাজনৈতিক প্রভাবের ওপর দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা আরও সতর্ক করে বলছেন, যদি এ ধারা চলতে থাকে, তবে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন কূটনৈতিক প্রভাব হ্রাস পেতে পারে, যা নতুন জোট এবং বিকল্প নিরাপত্তা ব্যবস্থার জন্ম দিতে পারে।
ওয়াশিংটনের রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, যে সরকার বা রাজনৈতিক নেতৃত্ব বৈশ্বিক নিরাপত্তা ও আস্থা বজায় রাখতে ব্যর্থ হয়, সেটি দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক প্রভাব হারায়। ট্রাম্পের ক্ষেত্রে আমরা এই প্রবণতার প্রাথমিক চিহ্ন দেখতে পাচ্ছি।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আগামী মাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক আলোচনায় ট্রাম্পের নীতি আরও কঠিন পরীক্ষার মুখে পড়বে, যা তার নেতৃত্বের বৈশ্বিক গ্রহণযোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: পিউ রিসার্চ সেন্টার, বিবিসি, দ্য গার্ডিয়ান