আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ আশপাশের কয়েকটি এলাকায় আজ রাত থেকে টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন জরুরি মেরামতের কাজ চলায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেমরা, সিদ্ধিরগঞ্জ, গোদনাইল ভাল্ভ স্টেশনগামী ১০, ১২ ও ১৪ ইঞ্চি মুখ্য বিতরণ পাইপলাইনের একটি অংশ বিচ্ছিন্ন করে মেরামতের কাজ সম্পন্ন করা হবে।
এ কারণে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, মোক্তারপুর ও মুন্সিগঞ্জ এলাকায় সব শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না।
এ ছাড়া আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।