আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার শক্তিশালী ভারতের বিপক্ষেও জয় ছিনিয়ে নিল লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ২-১ সেটে হারিয়েছে ভারতকে।
প্রথম সেটে বাংলাদেশ ১৬-২৮ গোলে হেরে গেলেও, দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ১৯-১০ ব্যবধানে জয় তুলে নেয়। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৭-৩ গোলে প্রতিপক্ষকে পরাজিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
এর আগে গত রাতে দক্ষিণ আফ্রিকাকে ২-০ সেটে হারিয়েছিল লাল-সবুজরা। ফলে টানা দুই ম্যাচে জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন খোকন মোল্লা। দক্ষিণ আফ্রিকার ম্যাচের মতো ভারতের বিরুদ্ধেও তার অসাধারণ পারফরম্যান্স বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে দেয়।
এবারের কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশসহ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও স্বাগতিক মালদ্বীপ।
সূত্র: কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ আয়োজক কমিটি