
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় আসরের এনসিএল টি-টোয়েন্টি বৃষ্টির কারণে এক সপ্তাহ ধরে স্থগিত ছিল। এবার সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ সেপ্টেম্বর সিলেটের মাঠে আবারও শুরু হতে যাচ্ছে আসরের বাকি ম্যাচগুলো।
প্রথম আসরে ব্যাপক সাড়া ফেলার পর দ্বিতীয় আসর নিয়েও ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে রাজশাহী ও বগুড়ায় দর্শকের ভিড় টুর্নামেন্টকে আরও রঙিন করে তুলেছিল। কিন্তু অবিরাম বৃষ্টিতে রাজশাহী ও বগুড়ার বেশ কয়েকটি ম্যাচ ভেস্তে যায়।
উদ্বোধনী ম্যাচেই বৃষ্টি খেলা নষ্ট করে দেয়। ১৪ সেপ্টেম্বর রাজশাহীতে ম্যাচটি মাত্র ৫ ওভারে সীমিত হয়। একই দিনে বগুড়ার ম্যাচও পরিত্যক্ত হয়। পরে বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে সরানো হলেও সেখানেও বৃষ্টি থামেনি। ফলে টানা তিন দিনে ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি সম্পন্ন হয়, বাকি পাঁচটি বাতিল হয়ে যায়।
শেষ পর্যন্ত টুর্নামেন্ট কমিটি বাধ্য হয়ে প্রতিযোগিতা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখে। তবে আবহাওয়া অনুকূলে থাকায় নতুন সূচি অনুযায়ী সিলেটে ২৬ সেপ্টেম্বর থেকে খেলা শুরু হওয়ার আশা করা হচ্ছে। এবার আর বৃষ্টি বাঁধা না হয়ে ক্রিকেটপ্রেমীরা মাঠে উপভোগ করতে পারবেন টানটান লড়াই।