
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালার বাসিন্দা ৭১ বছর বয়সী লীলা জস দুবাইয়ে ১৩ হাজার ফুট উচ্চতা থেকে স্কাইডাইভ করে কেরালার সবচেয়ে প্রবীণ নারী স্কাইডাইভার হিসেবে রেকর্ড গড়েছেন।
ছোটবেলা থেকেই আকাশে উড়ার স্বপ্ন ছিল লীলার। বয়সকে কোনো প্রতিবন্ধকতা হিসেবে না নিয়ে, গত আগস্টে তিনি দুবাইয়ে তার ছেলে পি. অনীশের সঙ্গে বেড়াতে গিয়ে স্কাইডাইভ করার ইচ্ছা প্রকাশ করেন। প্রথমে ছেলে ভেবেছিলেন মা মজা করছেন, কিন্তু লীলার দৃঢ়তা দেখে প্রায় ২ লাখ টাকা খরচ করে ফ্লাইট, প্রশিক্ষণ ও ভিডিওগ্রাফিসহ পুরো আয়োজন সম্পন্ন করেন।
প্রশিক্ষণের সময় প্রশিক্ষকেরা প্রথমে ভেবেছিলেন তিনি নয়, তার ছেলে প্রশিক্ষণ নেবেন। কিন্তু লীলাই ১৩ হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দেন। প্রথমে ভয় অনুভব করলেও ৬০০০ ফুটে প্যারাশুট খোলার পর তিনি নিরাপদে নামতে সক্ষম হন। কেরালায় ফিরে স্কাইডাইভের ছবি ও ভিডিও শেয়ার করলে বন্ধুরা অবাক হলেও অভিনন্দন জানায়। লীলা বলেন, “যদি বয়স বাধা না হয়, তবে মহাকাশেও যেতে চাই।”
এর আগে, চলতি বছরের জুলাইয়ে হরিয়ানার নারনৌলে ৮০তম জন্মদিনে ১০ হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়ে ভারতের সবচেয়ে প্রবীণ নারী স্কাইডাইভার হিসেবে রেকর্ড গড়েছিলেন ডা. শ্রদ্ধা চৌহান।
লীলা জস ও ডা. শ্রদ্ধা চৌহানের এই সাহসী পদক্ষেপ প্রমাণ করে, রোমাঞ্চকর ভ্রমণ এবং স্বপ্নপূরণের কোনো বয়সসীমা নেই। তাদের সাফল্য নতুন প্রজন্মসহ সব বয়সের ভ্রমণপিপাসুদের অনুপ্রেরণা যোগাবে।
সূত্র: রয়টার্স