আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত অঞ্চল নাগোরনো-কারাবাখের জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এবং সেখানকার কতৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন প্রায় শতাধিক মানুষ। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
এদিকে সেখানকার স্থানীয় প্রশাসন দাবি করেছেন, ভয়াবহ এ বিস্ফোরণে দগ্ধ ও আহতের সংখ্যা প্রায় ৩০০। এবং তারা জানিয়েছে, চলমান অস্থিরতার কারণে তাদের পর্যাপ্ত চিকিৎসাও দেয়া যাচ্ছে না। তাদের মধ্যে অনেককেই হেলিকপ্টারযোগে আর্মেনিয়া বা আজারবাইজানের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।