আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসের রটারডাম শহরে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ২ জন নিহত হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে
এ বিষয়ে দেশটির পুলিশ জানায়, দু’জন আততায়ী ব্যাক্তি এ হামলা চালিয়েছে। এবং বন্দুকধারী প্রথমে একটি বাড়িতে এবং পরে একটি বড় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গুলি চালায়। এদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। হামলাকারী অপর ব্যক্তিকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
এ হামলার ঘটনায় ৩৯ বছর বয়সী এক নারী এবং ৪২ বছর বয়সী একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এ ঘটনার মূল কারণ সম্পর্কে জানতে তদন্তে নেমেছে দেশটির পুলিশ প্রশাসন।