আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রুশ ও বেলারুশিয়ান ক্রীড়াবিদদের ২০২৪ প্যারিস অলিম্পিকে নিরপেক্ষ পতাকা নিয়ে অংশগ্রহণের অনুমতি দেয়। তবে, গাজায় ইসরাইলের সামরিক অভিযান চললেও আইওসি ইসরাইলের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। এই বৈষম্য নিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আলোচনা চলছে।
আইওসি জানায়, রাশিয়ার অলিম্পিক কমিটি ২০২৩ সালে দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলের ক্রীড়া সংস্থাগুলোকে মেনে নিয়ে অলিম্পিক চার্টার লঙ্ঘন করেছে, যার ফলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অপরদিকে, ইসরাইলের অলিম্পিক কমিটি ফিলিস্তিনের ক্রীড়া সংস্থাকে নিজেদের সঙ্গে যুক্ত করেনি, ফলে আইওসি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
স্পেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্লোভেনিয়ার মতো দেশগুলো গাজায় ইসরাইলের সামরিক অভিযানের পর ইসরাইলের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের বিরোধিতা করেছে। তবে, আইওসি স্পষ্টভাবে জানায় যে, ইসরাইল অলিম্পিক চার্টার লঙ্ঘন করেনি এবং তাদের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নেই।
বিশ্লেষকরা বলছেন, আইওসির এই দ্বৈত মানদণ্ড ক্রীড়াঙ্গনে ন্যায্যতা ও নৈতিকতার প্রশ্ন তুলছে। তারা মনে করেন, ক্রীড়া সংস্থাগুলোকে রাজনৈতিক ও সামরিক সংঘাতের প্রভাব থেকে মুক্ত রাখা উচিত।
সূত্র: AP News, Reuters, Cycling Weekly