আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের মাসতুং জেলাতে আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) আলফালাহ রোডে মদিনা মসজিদের কাছে ঈদ-ই- মিলাদুন্নবী উপলক্ষে লোকেরা জড়ো হলে সেইসময় হঠাৎ ভয়াবহ আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। এতে পুলিশসহ কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়।
এই বিষয়ে সেখানকার জেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল রাজ্জাক পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনকে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন পুলিশের কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছেন সিটি স্টেশন হাউজ অফিসার মাহমুদ জাভেদ লেহরি।