আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সরকারের প্রধান বিরোধীদলীয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে ‘তাকে আবারও জেলে যেতে হবে, কোর্টে যেতে হবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন তাকে যে (খালেদা জিয়া) আমি বাসায় থাকার পারমিশন দিয়েছি, এটা আমাকে উঠিয়ে নিতে হবে। তাকে আবার জেলে যেতে হবে এবং কোর্টে যেতে হবে। কোর্টের কাছে আবেদন করতে হবে, কোর্ট যদি রায় দেয় তখন সে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবে।
ভয়েস অব আমেরিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। সম্প্রতি নেওয়া সাক্ষাৎকারটি শনিবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশ করেছে মার্কিন একটি সংবাদমাধ্যম।