আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আজকের গুরুত্বপূর্ণ ‘সেমিফাইনাল’ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। লিটন দাস এখনও দলে ফিরতে পারেননি। ভারতের বিপক্ষে খেলা একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিদ হাসান। তাদের জায়গায় দলে এসেছেন মেহেদী হাসান, নুরুল হাসান এবং তাসকিন আহমেদ।
অন্যদিকে পাকিস্তান তাদের আগের ম্যাচের একাদশই ধরে রেখেছে, কোনো পরিবর্তন আনেনি।
বাংলাদেশ দল।
সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান দল।
সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।