আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অধিবেশনের পাশাপাশি তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক বিশেষ আলোচনায় অংশ নেন।
সেখানে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরতে গিয়ে তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তীব্র সমালোচনা করেন।
ড. ইউনূস অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের রাজনৈতিক সংকট ও অস্থিতিশীলতার পেছনে ভূমিকা রেখেছে। তিনি বলেন, বাংলাদেশে তরুণদের মৃত্যু ও রাজনৈতিক অস্থিরতার জন্য দায়ী যাকে ধরা হচ্ছে, তাকেই ভারত আশ্রয় দিয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।
তিনি আরও জানান, ভারতীয় গণমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, এমনকি তাঁকেও তালেবানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। এ প্রসঙ্গে রসিকতা করে তিনি বলেন, আমার দাড়ি নেই, বাড়িতে রেখে এসেছি।
এছাড়াও প্রধান উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে হবে। সার্কের মূল ভাবনা ছিল শিক্ষা, ব্যবসা ও ভ্রমণের মাধ্যমে দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। যদিও রাজনৈতিক কারণে এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছিল, তবে তিনি আবারও একত্রিত হওয়ার আহ্বান জানান।
আলোচনায় রোহিঙ্গা সমস্যা নিয়েও কথা বলেন তিনি। ইউনূস আশা প্রকাশ করেন, মিয়ানমার একদিন সমঝোতায় আসবে এবং রোহিঙ্গারা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গিয়ে ঘরবাড়ি, পেশা ও ব্যবসায় ফিরতে পারবে। তিনি জোর দিয়ে বলেন, ভালো সম্পর্ক বজায় রাখাই সবার জন্য কল্যাণকর, বিরোধ নয়।