আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: গতকাল (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বরিশালের গ্রিন সিটি পার্কের সামনে দুটি বেসরকারি চ্যানেলের ফটো সাংবাদিক হামলার শিকার হন। এ সময় একজনের তিন বছরের শিশুসন্তানও আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, সময় টেলিভিশনের ক্যামেরাপারসন সুমন হাসান এবং চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন শাকিল মাহমুদ পাপ্পু পার্কে ঘুরতে গিয়ে হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী মহানগর ছাত্রদলের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি বেল্লাল গাজী ও ৪ নম্বর সহসভাপতি সোহেল খানের নেতৃত্বে হামলাটি সংঘটিত হয়।
ঘটনার সময় সাংবাদিকরা পার্কের ভিতরে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেয় হামলাকারীরা। কথাকাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়, যার ফলে সুমন হাসানের তিন বছরের কন্যা সন্তানও আহত হন। পরে পাপ্পু নিজ পরিচয় দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও হঠাৎ পেছন থেকে সোহেল খান তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এছাড়া অন্যান্য সহযোগীরা তাদের মারধর চালান।
হামলার খবর পেয়ে অন্যান্য গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও ধাক্কাধাক্কি হয়।
অপরদিকে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করীম রনি দাবি করেছেন, ঘটনার বিষয়ে তারা অবগত নন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক গোলাম মোহাম্মদ নাসির জানান, অভিযোগ পাওয়া মাত্রই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভিডিও সংগ্রহের মাধ্যমে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।