আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিষয়ে মন্তব্যের জবাবে সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি সরাসরি কটাক্ষ করেছেন মোদিকে।
নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, বিহারে কংগ্রেস ও আরজেডি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। তিনি বলেন, এই অনুপ্রবেশ ভারতের জনসংখ্যাগত ভারসাম্য ও নারীর নিরাপত্তার জন্য হুমকি।
এই মন্তব্যের জবাবে ওয়াইসি বলেন, "মোদিজি আপনি বলেন বিহারে বাংলাদেশি আছে। আর আমি বলি, বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার এক বাংলাদেশি বোন তো দিল্লিতে আছেন। তাকে বাংলাদেশে পাঠান, আমরা সীমাঞ্চল থেকে বিদায় করব।" ওয়াইসির এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যিনি পদত্যাগের পর থেকে দিল্লিতে অবস্থান করছেন।
ওয়াইসি তার দল এআইএমআইএম-এর বিহার নির্বাচনী প্রচারণা “সীমাঞ্চল ন্যায় যাত্রা” নামে চালু করেছেন। ২৪ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই কর্মসূচিতে চারদিনব্যাপী জনসভা ও রোডশো অনুষ্ঠিত হবে।
এছাড়া, ওয়াইসি অভিযোগ করেছেন, ভোটার তালিকা সংশোধনের নামে কিছু নেপালি, বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিক ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, যা বিরোধীরা ভোট কেটে দেওয়ার কৌশল বলছেন। তিনি আরজেডির সমালোচনা করে বলেছেন, তারা মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা নিচ্ছে না।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে এই ইস্যু আরও উত্তপ্ত হতে পারে এবং বিহারের রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করবে।
সূত্র: Times of India