আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে একটি স্বর্ণখনিতে ভয়াবহ ধস নেমে শতাধিক শ্রমিকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মারু জেলার কাদাউরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, খনির ভেতরে শত শত শ্রমিক কাজ করার সময় হঠাৎ করে ধস নামে এবং অনেকেই মাটির নিচে চাপা পড়ে যান।
এ পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে কমপক্ষে ১৩ জনের মরদেহ বের করা সম্ভব হয়েছে। তবে উদ্ধারকর্মীদের দাবি, ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ১০০ জন শ্রমিক আটকে রয়েছেন। স্থানীয় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের দল যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
বেঁচে ফেরা শ্রমিক ইসা সানি জানান, “আমরা যারা ফিরে এসেছি তারা ভাগ্যবান। খনির ভেতরে আরও শতাধিক মানুষ মাটির নিচে চাপা পড়ে আছেন।” শ্রমিক সংগঠনের নেতা মুহাম্মাদু ইসা অভিযোগ করে বলেন, খনিতে শ্রমিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কোনো ব্যবস্থা ছিল না।
এদিকে স্থানীয় পুলিশ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। দুর্ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সূত্র: রয়টার্স