আওয়ার টাইমস নিউজ।
টাইমস স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।
এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হলো ভারত ও পাকিস্তান। অতীতের ১৬ আসরের কোনো ফাইনালে এই দুই দলের দেখা হয়নি। সেই কারণে আজকের লড়াইকে ঘিরে ক্রিকেট দুনিয়ায় সৃষ্টি হয়েছে এক বিশেষ আবহ।
রেকর্ড অনুযায়ী, ভারতের ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি—৮টি এশিয়া কাপের শিরোপা। আজ তাদের সামনে নবমবারের মতো শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে পাকিস্তান পাঁচবার ফাইনালে খেললেও জিতেছে মাত্র দুইবার। ২০০০ সালে শ্রীলংকার বিপক্ষে এবং ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে জয় এনে ট্রফি ছুঁয়েছিল তারা। তবে তিনবার শ্রীলংকার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে পাকিস্তান।
আজকের ম্যাচে তাই ভারত চাইছে নবম শিরোপা জিতে রেকর্ড সমৃদ্ধ করতে, আর পাকিস্তান চাইছে ভারতের বিপক্ষে জয় তুলে নিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জয়ের ইতিহাস গড়তে। ক্রিকেটবিশ্ব তাকিয়ে আছে এই মহারণে, যেখানে দিনের পারফরম্যান্সই নির্ধারণ করবে কে হবে এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন।
সূত্র:ESPNcricinfo Cricbuzz