আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৩ জনের নিহত খবর পাওয়া গিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বার্তা সংস্থা রয়টার্স ও স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১ অক্টোবর) দক্ষিণ পূর্ব স্পেনের মুরসিয়া শহরে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।
ভয়াবহ এ অগ্নিকান্ডের বিষয়ে একটি বিবৃতিতে দেশটির জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে, রোববার দেশটির স্থানীয় সময় সকাল ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের খবর পান তারা। দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস একাধিক ইউনিটের কমপক্ষে ৪০ ফায়ার কর্মীর প্রায় দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ঘটনাস্থল থেকে কমপক্ষে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করে তারা।
এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় মুরসিয়া সিটির মেয়র জস ব্যালেস্তা তিন দিনের শোক ঘোষণা করেছেন। দেশটির ফায়ার সার্ভিসের ৪০ জনের বেশি সদস্য ও ১২টি জরুরি সেবাদানকারী যান এ উদ্ধারকাজে অংশ গ্ৰহন করে।