আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। মাঠে খেলায় যেমন তিনি বিশ্ব ক্রিকেটে দাপট দেখিয়েছেন, তেমনি ব্যক্তিগত পোস্ট দিয়েও ভক্তদের মাঝে তীব্র আলোচনার জন্ম দেন।
গত বছর রাজনৈতিক অস্থিরতার পর থেকেই সাকিব দেশের বাইরে অবস্থান করছেন। তিনি জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও, চলমান হত্যা মামলার কারণে তার প্রত্যাবর্তন আটকে আছে।
রবিবার সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো তার পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। আর সেই বিতর্ক থামার আগেই মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আরও একটি পোস্ট করেন তিনি।
সেখানে সাকিব লিখেছেন,
“যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, দেশের হয়ে খেলতে পারলাম না। হয়তো কোনো একদিন ফিরবো আপন মাতৃভূমিতে... ভালোবাসি বাংলাদেশ।”
এই সংক্ষিপ্ত লেখাতেই প্রকাশ পায় জাতীয় দলের হয়ে খেলতে না পারার কষ্ট এবং দেশের প্রতি তার ভালোবাসা। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং ভক্ত-সমালোচকরা নতুন আলোচনায় জড়িয়ে পড়েন।
প্রসঙ্গত: এর আগে রোববার রাত ১০টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি উল্লেখ করেন, “একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম।”, যদিও তিনি সরাসরি কার নাম উল্লেখ করেননি, তবে ক্রিকেট মহলে ধারণা করা হয়, এই ইঙ্গিত ছিল সাকিব আল হাসানের দিকেই।
বিশ্লেষকদের মতে, আসিফ মাহমুদের স্ট্যাটাসের পরপরই সাকিবের পোস্ট আসায় দুটির মধ্যে একটি সম্পর্ক রয়েছে বলে মনে হচ্ছে। সাকিব হয়তো নিজের আক্ষেপ ও প্রতিক্রিয়া জানাতে চেয়েছেন ওই স্ট্যাটাসের জবাব হিসেবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন উঠেছে, সত্যিই কি সাকিবকে আর কখনও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে? নাকি এই পোস্ট তার ক্যারিয়ারের শেষ অধ্যায়েরই ইঙ্গিত?