আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আজ ভারতের গুয়াহাটিতে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে কতটুকু কি করবে সেটা আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি দেখে কিছুটা অনুমান করা যাবে।
এর আগে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। আজ বাংলাদেশের সামনে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, তাই আজকের ম্যাচটির উপর চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের।