আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে সেই পুরনো বাংলাদেশের চেহারা ভেসে উঠেছে। তামিম বিহীন ব্যাটিংয়ে বাংলাদেশ যেন বড় স্কোর করতে ভুলেই গিয়েছে।
কারণ তামিম ইকবাল অধিনায়ক থাকাকালীন বাংলাদেশ দলের গড় রান ছিল ২৭০ থেকে ২৮০ রান, অথচ তামিম বিহীন বাংলাদেশ এখন বেশিরভাগ ম্যাচেই ২০০ এর উপরে রান করতে পারছে না।
সোমবার বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলে বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ৭৪ রান এসেছে গত ম্যাচেও পঞ্চাশের উপরে রান করা মিরাজের ব্যাট থেকে। মজার ব্যাপার হচ্ছে বৃষ্টি আইনে ইংল্যান্ডের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৯৭ রান। অর্থাৎ বৃষ্টির কল্যাণে বাংলাদেশ কিছু রান উপহার হিসেবে পেয়েছে।
বাংলাদেশের দেওয়া ১৯৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশী বোলারদের বেধড়ক পিটিয়ে ২৪.১ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা।