
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মা ইলিশ রক্ষায় এ বছর পুলিশ, নৌবাহিনী ও বিমানবাহিনী ড্রোন ব্যবহার করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
বুধবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
উপদেষ্টা বলেন, “প্রতি বছরের মতো মা ইলিশ রক্ষার জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে। গত বছর এই উদ্যোগে ৫২.৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা সম্ভব হয়েছিল। এবার ড্রোন ব্যবহার করলে আরও ভালো ফল আশা করা যাচ্ছে।”
তিনি আরও জানান, মা ইলিশ কম আহরণের প্রধান কারণ হলো কারেন্ট জাল ও চায়না জাল। এজন্য এ বছর আরও সতর্কতা অবলম্বন করা হবে।
মৎস্য অধিদফতর ও সংশ্লিষ্ট বাহিনী মিলে মাছের সংরক্ষণ এবং নিষিদ্ধ এলাকায় নজরদারি জোরদার করবে।





























