আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন, আমি সবাইকে বলে দিয়েছি, সংশ্যান নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আপনাদেরও (প্রবাসী) বলবো স্যাংশন-ট্যাংশন নিয়ে মাথা ঘামাবেন না। দেশ আমাদের, আমাদের দেশটাকে আমরাই গড়ে তুলবো। কারও মুখাপেক্ষী হতে হবে না। বেশি স্যাংশন দিলে আমরাও স্যাংশন দিতে পারি। আমরাও দিয়ে দিবো স্যাংশন।
আজ সোমবার (২ অক্টোবর) যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেলে সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকার ম্যাথডিস্ট চার্চ হলে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা কর্মীরা এই সংবর্ধনার আয়োজন করে।
এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, কথায় কথায় স্যাংশন, কে কাকে বলে, যাদের দিয়ে সন্ত্রাস দমন করলাম, জঙ্গিবাদ দমন করলাম তাদের ওপরে স্যাংশন, এটা কোন ধরনের কথা? তখন কি জঙ্গি আর সন্ত্রাসী থাকবে বাংলাদেশে। অতএব সংশ্যান নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আমরাও সংশ্যান দিতে যানি, সংশ্যান বেশি দিলে আমরাও দিয়ে দিবো স্যাংশন।