আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: শুরুটা ছিল রূপকথার মতো। ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন ঝড় তুললেন শারজাহতে। মাত্র ১১ ওভারেই বিনা উইকেটে সংগ্রহ ১০৯ রান—মনে হচ্ছিল ১৫২ রানের লক্ষ্য ছোঁয়া বাংলাদেশের জন্য একেবারেই সহজ। কিন্তু ক্রিকেটের অনিশ্চয়তা তখনই মুখ দেখাল। মাত্র ৯ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন টপ অর্ডারের ছয় ব্যাটার। মুহূর্তেই ম্যাচ হারের শঙ্কা ঘনিয়ে আসে।
তবু শেষ পর্যন্ত নির্ভরতার আরেক নাম হয়ে দাঁড়ালেন নুরুল হাসান সোহান ও তরুণ রিশাদ হোসেন। তাদের অবিচ্ছিন্ন জুটিতেই ৪ উইকেট হাতে রেখেই আফগানিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশ, আর সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
এর আগে আফগানিস্তান ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান তোলে। গুরবাজ ৩১ বলে করেন ৪০, আর অভিজ্ঞ মোহাম্মদ নবি ২৫ বলে খেলেন ৩৮ রানের ঝলমলে ইনিংস। বাংলাদেশের হয়ে তানজিম সাকিব ও রিশাদ হোসেন নেন দুটি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় তানজিদ (৩৭ বলে ৫১) ও ইমন (৩৭ বলে ৫৪) ৯৫ রানের জুটি গড়ে প্রথম ১০ ওভারেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন। কিন্তু ইমন আউট হওয়ার পর শুরু হয় ধস। আফগান স্পিন জাদুকর রশিদ খান একাই ফিরিয়ে দেন সাইফ, তানজিদ, জাকের ও শামীমকে। নূর আহমদের ঘূর্ণিতে কাবু হয়ে ফেরেন তানজিম। স্কোর তখন ১০৯/০ থেকে ১১৮/৬—বাংলাদেশের ড্রেসিংরুমে নেমে আসে শঙ্কার কালো ছায়া।
সেখানেই হাল ধরেন সোহান ও রিশাদ। শেষ ৪ ওভারে দরকার ছিল ৩৪ রান। আফগান স্পিনারদের চাপকে পাত্তা না দিয়ে সোহান ১৩ বলে ২৩ রান করেন (২ ছক্কা ও ১ চার), রিশাদও যোগ করেন ৯ বলে ১৪ রান। তাদের ১৮ বলে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে এনে দেয় রোমাঞ্চকর জয়।
রশিদ খান ৪ উইকেট নিয়েও জয় এনে দিতে ব্যর্থ হন আফগানিস্তানকে।
এই জয় প্রমাণ করল, ক্রিকেটে কোনো কিছুই আগে থেকে নিশ্চিত নয়। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেলে ম্যাচ ঘুরে যেতে পারে—এটাই শেখাল শারজাহর রাত।