আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইতালির ভেনিসে উড়াল সেতু থেকে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় আরও অনেকেই গুরুতরভাবে আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশি অধ্যুষিত মেস্ত্রে এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, ইতালির ভেনিস শহরে প্রায় ২০ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। তবে দুর্ঘটনায় নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
এদিকে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনার বিষয়ে ইতালির ভেনিস শহরের মেয়র দেশটির স্থানীয় গণমাধ্যমকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
ইতালির গণমাধ্যমগুলো জানিয়েছে, বাসটি উড়াল সেতু থেকে মেস্ত্রে রেললাইনের কাছে হঠাৎ ছিটকে পড়লে ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে।