আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের সিরাজদিখানে টাকার জন্য নিজ ভাগনেকে খুন করে তার বেটারী চালিত রিকশা নিয়ে বিক্রি করে দেন মামা। এ ঘটনায় পুলিশ আসামি মামা-জাবেদকে গ্ৰেফতারের পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদেই খুনের কথা শিকার করে করে জাবেদ।
আজ বুধবার (৪ অক্টোবর) সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
নিহত অটোরিকশাচালক নেকবর হোসেনের (২২)। তিনি উপজেলার চর গুলগুলিয়া এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় অটোরিকশাচালক নেকবর হোসেনের (২২) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার চর গুলগুলিয়া এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. তোফাজ্জেল হোসেন সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করে।