আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনার কবলে চীনের পারমাণবিক সাবমেরিন” মর্মান্তিক এ সাবমেরিন দুর্ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৫ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে চীনা সামরিক কর্তৃপক্ষ।
ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পীত সাগরে চীনের পরমাণু চালিত সাবমেরিন দুর্ঘটনায় দেশটির অন্তত ৫৫ সেনা নিহত হয়েছে। সাগরে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ জাহাজের জন্য পাতা ফাঁদে আটকে যাওয়ার পর সাবমেরিনটি হঠাৎ ডুবে গিয়ে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।