আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামছে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আজ ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড কে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড।
টসে হেরে ব্যাট করতে নেমে ইংলিশরা ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান করতে সক্ষম হয়। জবাবে ২৮৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই কিউই ব্যাটসম্যানের সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যাবধানে হারিয়ে রীতিমতো লন্ডভন্ড করে দেয় করে দেয় নিউজিল্যান্ড। ২০১৯ সালের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হারার প্রতিশোধটা ভালোভাবেই নিলেন কিউইরা।