আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রাশিয়া সফলভাবে একটি পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্লেষক ও সাংবাদিকদের এক বার্ষিক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এমন দাবি করেছেন। এসময় তিনি বলেন, রাশিয়ায় পারমানবিক বোমা হামলা চালালে তার জবাবে শত শত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছড়া হবে।