আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় দখ*লদার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জনের বিষয় নিয়ে একটি বিশেষ বৈঠক করেছেন মধ্যপ্রাচ্যের তিন শীর্ষস্থানীয় সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ, হামাস ও ফিলিস্তিন ইসলামিক জিহাদের নেতারা।
আজ বুধবার একটি বিশেষ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ। তবে এ বৈঠকটি কখন এবং লেবাননের ঠিক কোথায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে তা জানানো হয়নি।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গিয়েছে, হামাসের উপ–প্রধান সালেহ আল-আরোরি ও ফিলিস্তিন ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল-নাখলেহের সঙ্গে ওই বিশেষ বৈঠকে একমত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। অন্যান্য সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে তাঁরা দখ*লদার ইহু*দিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ বিজয়ের কৌশলের বিষয়ে একমত হয়েছেন। গাজা ও ফিলিস্তিনে প্রতিরোধের মাধ্যমে সত্যিকারের বিজয় অর্জন এবং ইসরায়েলের নৃশংসতা বন্ধ করাও তাঁদের লক্ষ্য ছিল এই বিশেষ বৈঠকে।