আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বিরোধী দলের সমাবেশে বাধা দিলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সম্মেলনে বক্তব্যকালে এ হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আরো বলেন, বিএনপিসহ বিরোধী দলের আন্দোলনে বাধা প্রদান করলে রাজপথ আরও প্রকম্পিত হবে। সমাবেশে বাধা দিলে আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর হবে।