আওয়ার টাইমস
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তিলওয়াতের মাধ্যমে মহাসমাবেশ শুরু হয়। সরজমিনে দেখা গিয়েছে, পল্টনে বিএনপির মহাসমাবেশস্থলে এখন মঞ্চে দলটির বিভিন্ন শাখার নেতা-কর্মীরা বক্তব্য দিচ্ছেন।